ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জে কন্টেইনার পোর্ট চালুর দাবি শামীম ওসমানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
না’গঞ্জে কন্টেইনার পোর্ট চালুর দাবি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় একটি কন্টেইনার পোর্ট চালুর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।  

শনিবার (৩০ জুলাই) বিকেলে ফতুল্লায় নির্মাণাধীন সামসুজ্জোহা স্টেডিয়ামে ব্যবসায়ী সমাবেশে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এখন অনেক ঐতিহ্য নেই। তবে সবাই চেষ্টা করলে আবারও ঐতিহ্য ফিরে পাবে। শীতলক্ষ্যার তীরে যদি একটি পোর্ট নির্মাণ করা যায় তাহলে এ জনপদের ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে। তখন যানজট ঠেলে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের পণ্য চিটাগাং নিতে হবে না।

শামীম ওসমানের ওই বক্তব্যের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিষয়টি নৌমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান, সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলার ৭৪টি শ্রমিক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশসহ বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শ্রমিক প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।