ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
পায়রা বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় স্বল্প পরিসরে পণ্য খালাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বন্দরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সোমবার (০১ আগস্ট) এমভি ফরচুন বার্ড নামে একটি বাণিজ্যিক জাহাজ ৫৩ হাজার টন পাথর নিয়ে বিকেল ৫টার পর বন্দরের রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর পণ্য খালাস করে লাইটার জাহাজ এমভি পায়রা-৬ ও এমভি বাংলার সৈনিকের মাধ্যমে পটুয়াখালীর তেতুলিয়া নদী পাড়ি দিয়ে পদ্মাসেতু প্রকল্প এলাকায় নেওয়া হবে। ‍

পাথর নিয়ে জাহাজটি গত ২৯ জুলাই চীন থেকে রওয়ানা হয়। দেশীয় একটি প্রতিষ্ঠান পদ্মাসেতুর নির্মাণকাজের জন্য এ পাথর আনে।
এর ফলে বন্দরটি চালুর মধ্য দিয়ে নিরাপদ বাল্ক পণ্য নদীপথে পরিবহনের মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম চালুর সুযোগ উন্মুক্ত হচ্ছে।
 
এদিকে, আরো কয়েকটি বিদেশি জাহাজ পণ্য নিয়ে কয়েকদিনের মধ্যেই পায়রা বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান।

তিনি জানান, আগামী ১৩ আগস্ট অনুষ্ঠানের মাধ্যমে পায়রা বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, অন্যান্য বন্দরে জাহাজ চলাচলে জোয়ার-ভাটার ওপর নির্ভর করতে হয়। গভীরতা বেশি থাকায় পায়রা বন্দরে এ সমস্যা নেই। ২৪ ঘণ্টা এখানে নির্বিঘ্নে  জাহাজ চলাচলের সুযোগ রয়েছে।

২০১৩ সালের ১৮ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে ১৬ একর জমিতে পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।