ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক

বাগেরহাট: মৌসুমী নিম্নচাপের প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা। যথারীতি চলছে পণ্য লোড-আনলোড।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকে মংলা বন্দরের হারবারিয়া এবং বেস ক্রিক এলাকায় থাকা ছয়টি জাহাজের পণ্য খালাস (আনলোড) করা হচ্ছে।

মংলা সমুদ্র বন্দরের হারবার বিভাগ থেকে জানা গেছে, বর্তমানে বন্দরের বেস ক্রিক এবং হারবারিয়া এলাকায় পাথর, সারসহ অন্যান্য পণ্যবাহী মোট ছয়টি জাহাজ রয়েছে। এর মধ্যে দু’টি বেস ক্রিক এলাকায় এবং বাকি চারটি জাহাজ হারবারিয়ায় নোঙর করে লোড-আনলোড করছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস ছালাম জানান, ভারী বৃষ্টিপাত না থাকায় সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক গতিতে চলছে বন্দরের অবস্থান করা জাহাজের পণ্য খালাস ও বোঝাই কাজ।
এর আগে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মংলা সমুদ্র বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছিল। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সকাল থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।