ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষের সভা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া সাইবার জালিয়াতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ফেড এবং সুইফট এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হ্যাকিং সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়, এ ধরনের প্রতারণা ঠেকাতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

এতে সব‍াই যত দ্রুত সম্ভব অর্থ উদ্ধারে সুদৃঢ়ভাবে কাজ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় প্রতারক চক্রকে আইনের আওতার আনার বিষয়ে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে সবার একযোগে কাজ করার বিষয়টিও উঠে আসে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।