ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্লু –ইকোনমি’র মাধ্যমে টেকসই উন্নয়নে সক্ষম বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ব্লু –ইকোনমি’র মাধ্যমে টেকসই উন্নয়নে সক্ষম বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্লু –ইকোনমি’র (সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি) মাধ্যমে টেকসই উন্নয়নে সক্ষম বাংলাদেশে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘ব্লু -ইকোনমি: বিনিয়োগের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



অপার সম্ভাবনা থাকলেও ব্লু -ইকোনমির ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশকে কোনো দেশ সহায়তা করতে এগিয়ে না আসায় দুঃখ প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, বর্তমান সরকারের উদ্যোগে গভীর সমুদ্র এলাকায় বিশাল অংশ বাংলাদেশের জলসীমার অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি নদীপথে চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহন বৃদ্ধিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাহাজ বাড়ানোর পাশাপাশি নদীবন্দরগুলো আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ ব্লু -ইকোনমিকে সমর্থন এবং এই খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আরইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।