ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আদাবরে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
আদাবরে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন আদাবরে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন(ছবি: সংগৃহিত)

ঢাকা: সর্বোচ্চ গ্রাহক সেবার প্রতিশ্রুতি দিয়ে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রা শুরু হয়েছে রূপালী ব্যাংকের ‘আদাবর শাখা’। বুধবার (০৮ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান শাখাটির উদ্বোধন করেন।

 

মনজুর হোসেন বলেন, রূপালী ব্যাংক রূপার মতোই জ্বলজ্বল করবে। নতুন শাখার মাধ্যমে আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে পেরেছি।

আশা করছি, চলতি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংক গত বছরের চেয়ে ভালো মুনাফা অর্জন করবে।

আতাউর রহমান প্রধান বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। রূপালী ব্যাংক এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকেই প্রথম সার্বিকভাবে অনলাইনে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে।

‘ব্যাংক ভালো করলে দেশ এগিয়ে যাবে’ উল্লেখ করে ব্যাংকটির প্রধান নির্বাহী বলেন, সম্প্রতি রূপালী ব্যাংক ১ কোটি মোবাইল হিসাব খুলেছে। এখানে ১ কোটি ছাত্রছাত্রী, ১ কোটি মা এবং ১ কোটি বাবা জড়িত। এর মধ্য দিয়ে সরকারের একটি বিরাট ডাটাবেজ তৈরি হয়েছে।

ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. এবনুজ জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সশয়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসই/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।