ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ‘শরীয়াহ্ এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ইসলামী ব্যাংকের ‘শরীয়াহ্ এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ‘শরীয়াহ্ এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত (ছবি: সংগৃহিত)

ঢাকা: ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে দিনব্যাপী ‘শরীয়াহ্ এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রোগ্রামের উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর’স চেয়ারম্যান আরাস্তু খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘শরীয়াহ সুপারভাইজরি কমিটি’র সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্য আরাস্তু খান বলেন, ‘শরীয়াহ্ নীতি’র ওপর অটল থাকাতেই ইসলামী ব্যাংকের এ সফলতা। ইসলামী ব্যাংক শরীয়াহ’র দৃষ্টিতে হারাম লেনদেন থেকে সর্বদা বিরত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ডিএমডি আব্দুস সাদেক ভূঁইয়া, ইভিপি মো. শফিকুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনের আওতাধীন শাখা প্রধানরাসহ দুই শতাধিক নির্বাচিত গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।