ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিডিডিআরবি দিবস পালিত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইসিডিডিআরবি দিবস পালিত হচ্ছে কেক কেটে আইসিডিডিআরবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত- ছবি: বাংলানিউজ

ঢাকা: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) দিবস-২০১৭ পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি কার্যালয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সাসাকাওয়া মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অতিথির ব্যক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ১৯৬০ সালে আইসিডিডিআরবি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশের কলেরা নির্মূলে প্রতিষ্ঠানটি জোরালো ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নানাবিধ অবদান রাখছে।

প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের কারণে দেশে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে যায়। বাংলাদেশের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমেন্স।

এ সময় কানাডিয়ান হাইকমিশনার বেনোইত-পিয়েরে লারামি, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুপুরের দিকে অর্থমন্ত্রী কেক কেটে ও বেলুন উড়িয়ে আইসিডিডিআরবি-২০১৭ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর দিবসটি উপলক্ষে অতিথিরা সাজানো প্রতিষ্ঠানটির বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
পিএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।