ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাজীগঞ্জ পৌরসভার ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
হাজীগঞ্জ পৌরসভার ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা উন্মুক্ত প্রস্তাবিত বাজেট আলোচানা সভা। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫৬ কোটি ১৮ লাখ ৪ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, প্রবীন আওয়ামী লীগ নেতা বাদশা গাজী, ব্যবসায়ী নেতা রুহিদাস বনিক, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মামুন, আহসান উল্যাহ মৃধা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মো. মনির, সাংবাদিক মহিউদ্দিন আল-আজাদ, সাইফুল ইসলাম, খালেকুজ্জামান শামীম প্রমুখ।  

বাজেটে নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৮ কোটি ৩০ লাখ ৪৬ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। মোট আয় ৫৬ কোটি ১৮ লাখ ৪ হাজার ৫০০ টাকা ও মোট ব্যয় ৫২ কোটি ২৮ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।