শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ অ্যাপটি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনিসুর রহমান।
অনুষ্ঠানে ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার বলেন, ব্রাদার্স ফার্নিচার ৩৮ বছর ধরে বাংলাদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি আমরা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও নিজেদের পণ্য রফতানি করছি। সেরা কাস্টমার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের মডার্ন লাইফস্টাইলের সঙ্গে মানানসই ও প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ করাই ব্রাদার্স ফার্নিচারের লক্ষ্য। এই অবিচল লক্ষই আমাদের সারাদেশে ৫০টি আউটলেট নিয়ে ক্রেতাদের হাতের নাগালে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে। আর গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য ব্রাদার্স ফার্নিচার মোবাইল অ্যাপ চালু করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, মোবাইল অ্যাপটিতে রয়েছে দারুণ সব ফিচার, যাতে রয়েছে অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি থ্রিডি ভিউ এবং ফার্নিচার কাস্টোমাইজেশন অপশন। অ্যাপের অন্য ফিচারের মধ্যে রয়েছে প্রেডাক্টস ডিটেলস, শোরুমের ডিটেইল ৩৬০ ডিক্সি ভিউ এক্সপেরিয়েন্সের সুযোগ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জিসিজি/আরআর