ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মে ১২, ২০১৯
ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল  ইফতার মাহফিলে অংশ নেওয়া অতিথিরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা সিমেন্ট।

শনিবার (১১ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর সোহাগ পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ মাহফিলে প্রায় তিন শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার অংশ নেন।

মেসার্স নিউ আন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ঢাকার এজিএম মো. পলাশ আকতার।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি ম্যানেজার মো. আতিকুর রহমান ও এরিয়া ম্যানেজার মশিউর রহমান।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স নিউ মোখলেস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আব্দুর রউফ, মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হায়দার আলীসহ অন্য ডিস্ট্রিবিউটররা।

ইফতার মাহফিলে অংশ নেওয়া অতিথিরা।  ছবি: বাংলানিউজ

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগতমান ও সুলভ মূল্যের কারণে বসুন্ধরা সিমেন্ট এখন স্থাপনা নির্মাণে আস্থার প্রতীক হয়ে উঠেছে। এর পেছনে রিটেইলার, ইঞ্জিনিয়ার ও গ্রাহকদের বড় অবদান রয়েছে। তাদের সঙ্গে বসুন্ধরা পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ মিলনমেলা।

এ উদ্যোগ বসুন্ধরা সিমেন্টকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।