ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাকা আমের কাঁচা আঁটি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১৯
পাকা আমের কাঁচা আঁটি! পাকা আমের কাঁচা আঁটি, ছবি: বাংলানিউজ

ঢাকা: আমের আড়তে থরে থরে সাজানো পাকা আম। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এলাকার গাছপাকা আম। শতভাগ ক্যামিকেল মুক্ত আমের আশ্বাসে দামও হাঁকাচ্ছেন বেশ।

আদতে এসব আমের বেশিরভাগই ল্যাংড়া জাতের। যা বাজারে আসতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ১৫ দিন।

নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ব আম সংগ্রহ করে কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছিলেন অসাধু ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবে আম দেখতে পাকা মনে হলেও আমের আঁটি এখনো কাঁচা দেখা গেছে।

শুক্রবার (২৪ মে) রাজধানীর মিরপুর শাহআলী দিয়াবাড়ি এলাকার আমের আড়তে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মিরপুর কৃষি অফিসারের সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে র‌্যাব-৪  এ অভিযান শুরু করে। অভিযানে  কেমিক্যাল দিয়ে পাকানো বিপুল পরিমাণ আম জব্দ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ল্যাংড়া আম ৭ জুন গাছ থেকে পাড়ার কথা রয়েছে। কিন্তু এখনই এ আম বাজারে পাওয়া যাচ্ছে। আমগুলো দেখতে পাকা হলেও আটি নরম দেখা গেছে। অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক আম পেরে কেমিক্যাল দিয়ে পাকিয়ে তা বাজারজাত করছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

অভিযানে বিপুল পরিমাণ ল্যাংরা আম ছাড়াও কেমিক্যালের অস্তিত্ব পাওয়ায় অন্যান্য আমও জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।