ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ময়মনসিংহে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহে আদালতের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পণ্য বিক্রি ও ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জেলা কার্যালয়।

সোমবার (২৭ মে) দুপুরে সদরের চুরখাই বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে সোমবার চুরখাই বাজারে অভিযান চালানো হয়।

এসময় আদালত নিষিদ্ধ একটি কোম্পানির লবণ ও ননফুড গ্রেড কালার মিশ্রিত রঙিন চিপস বিক্রয়ের অপরাধে সরকার স্টোরকে ৫ হাজার, সামিয়া স্টোরকে ৩ হাজার, তাবাসসুম স্টোরকে ৩ হাজার এবং ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করায় দুই মাংস ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।