ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
আইসিসিবিতে অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা  কর্মশালায় উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দুইদিনের অগ্নি-নির্বাপণ, অগ্নি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার উদ্যোগে শনিবার ( ১৫ জুন) শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা চলবে রোববার (১৬ জুন) পর্যন্ত।
 
সংশ্লিষ্টরা বলছেন, আইসিসিবির জনবলকে আগুন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে প্রাথমিক ধারণা প্রদান ও দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় করণীয় এবং প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে ধারণা দিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


 
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অভিজ্ঞ এবং দক্ষ টিম।
 
কর্মশালায় আইসিসিবি’র প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, কো-অর্ডিনেটার (জিএম) হানিফ আব্দুল হাকিম ও আইসিসিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।