ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিসিবিতে ৪৫ টাকা, খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
টিসিবিতে ৪৫ টাকা, খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম বাজারে পেঁয়াজ

ঢাকা: আমদানি ট্যাক্স বাড়ায় দেশের বাজারে ব্যাপকহারে বেড়েছে অতি প্রয়োজনীয় মসলা পেঁয়াজের দাম। সপ্তাহখানেক আগে এক লাফে বাড়ে কেজিপ্রতি ২০-৩০ টাকা। এ অবস্থায় রাজধানীর পাঁচটি স্পটে ট্রাকে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে সে প্রভাব নেই বাজারে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ রেলগেট, মালিবাগ কাঁচা বাজার, খিলগাঁও, শান্তিনগর ও সেগুনবাগিচা কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

এসব বাজারে প্রতিকেজি পেঁয়াজ দেশি ৭০ টাকা, হাইব্রিড (মোটা) ৬০ থেকে থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ দেশি ৮০ টাকা, হাইব্রিড (মোটা) ৭০ টাকায় বিক্রি হয়েছে। তবে দু’এক দিনের মধ্যেই সেটা ৭০ টাকায় নেমে আসে।  

এ বিষয়ে বোরহান নামে এক ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি ছিল। এখন বাজারে আমদানি পেঁয়াজ আসা শুরু হয়েছে, এজন্য দাম কিছুটা কম। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হলে দাম আরও কমবে।

অন্যদিকে টিসিবির ট্রাক সেলে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ট্রাক সেল থেকে যে কোনো ক্রেতা ৪৫ টাকা কেজি দরে দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। দাম না কমা পর্যন্ত এ বিক্রি অব্যাহত থাকবে।

এ বিষয়ে টিসিবির ডিলার রফিকুল ইসলাম বলেন, বাজারে পেঁয়াজের দাম বাড়ায় সরকারিভাবে ট্রাক সেলে বিক্রি চলবে। আমরা সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিক্রি করছি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।