ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা

ঢাকা: যারা নিম্নমানের পণ্য উৎপাদন করে ও অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে ‘বিএসটিআইতে শিক্ষা’ সফরের অংশ হিসেবে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআইর।

পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ দেওয়া এবং সেসব পণ্যের মান তদারকির দায়িত্ব আমাদের। বিএসটিআই’র লোগো ছাড়া এসব পণ্য ক্রয় না করার আহ্বান জানান বিএসটিআই মহাপরিচালক।

মো. মুয়াজ্জেম হোসাইন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য শিগগিরই বিএসটিআইতে হটলাইন সেবা চালু করা হবে। মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআই’র দায়িত্ব। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মানসম্পন্ন পণ্যের বিষয়ে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি করা সম্ভব হলে বিএসটিআই’র এ প্রচেষ্টা দ্রুত সফলতা পাবে। এ লক্ষ্যে বিএসটিআই ব্যবসায়ী তথা স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।