ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির প্রিপেইড কার্ডের যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ইউসিবির প্রিপেইড কার্ডের যাত্রা শুরু

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রিপেইড কার্ডের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এ কার্ডের উদ্বোধন করা হয়।

ইউসিবি প্রিপেইড কার্ডের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট অ্যাসেসমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই।  

তিন ধরনের ইউসিবি প্রিপেইড কার্ড রয়েছে।

এগুলো হলো-পেরোল, করপোরেট ট্রাভেল ও এক্সপেন্স এবং ইন্টারন্যাশনাল প্রিপেইড।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসা সাউথ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সৌম্য বসু।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জতৌফিক হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নেহাল এ হুদাসহ বিভিন্ন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।