ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জে এনআরবিসি ব্যাংকের ৬২তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
গোপালগঞ্জে এনআরবিসি ব্যাংকের ৬২তম শাখা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে

ঢাকা: সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে শাখা ও ব্যাংকিং বুথের কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক আবু মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী।  

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, এফআই অ্যান্ড এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির, জেলা রেজিস্ট্রার মো. শাহনেওয়াজ খান, গোপালগঞ্জ  শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।