ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রাইম ব্যাংক জয়পুরহাটে বাংলাদেশ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯ এর আয়োজন করেছে। সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

‘ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কনফারেন্সে ১৯টি বাণিজ্যিক ব্যাংক ও ১৯টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।  

এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক রাশিদা বেগম ও প্রাইম ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হকসহ অন্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।