ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাজাহানপুরে চলছে ধান সংগ্রহ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
শাজাহানপুরে চলছে ধান সংগ্রহ অভিযান চলছে ধান সংগ্রহ অভিযান। ছবি: বাংলানিউজ

বগুড়া: উৎপাদিত ধানের ন্যায্যমূল্য কৃষকের হাতে পৌঁছানোর লক্ষ্যকে সামনে রেখে বগুড়া শাজাহানপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলায় ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বাংলানিউজকে জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৫৩৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

প্রকৃত কৃষকরা যাতে সরকারি মূল্যে (প্রতি কেজি ২৬ টাকা দরে) ধান বিক্রি করতে পারেন তা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হান্নান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ফরিদুল ইসলাম মুক্তা, মোর্শেদুল আলম হিরু, যুবলীগ নেতা বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, মনিন্দ্র নাথ মোহন্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।