ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুবাইয়ে প্রাণের আমদানিকারক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
দুবাইয়ে প্রাণের আমদানিকারক সম্মেলন দুবাইয়ে প্রাণের আমদানিকারক সম্মেলন।

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ পণ্য পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত আমদানিকারকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রাণ-আরএফএল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের আমদানিকারকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, প্রাণ সবসময় উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। এ কারণে প্রাণ পণ্য শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।

আহসান খান চৌধুরী প্রাণ পণ্য সারাবিশ্বে জনপ্রিয় করার পেছনে আমদানিকারকদের ভূমিকার প্রশংসা করেন ও আশা প্রকাশ করেন সারাবিশ্বে প্রাণ পণ্যের বিস্তৃতি ঘটাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমদানিকারকদের উদ্দেশ্যে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান বলেন, আপনারা স্থানীয়ভাবে জিতলে, আমরা বিশ্বব্যাপী জিতবো।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ এক্সপোর্টস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অন্য কর্মকর্তারা।

বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।