ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দারাজের ক্যাম্পেইন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দারাজের ক্যাম্পেইন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দারাজের ক্যাম্পেইন।

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব নারীদের উৎসর্গ করে বিশ্বব্যাপী ‘ইচ ফর ইকুয়াল’ স্লোগানে এবার নারী দিবস উদযাপন করছে দেশের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম দারাজ বাংলাদেশ। পাশাপাশি নারী দিবস উপলক্ষে ১ থেকে ৮ মার্চ পর্যন্ত দারাজে চলেছে বিশেষ ক্যাম্পেইন ‘ওয়ান্ডার ওমেন্স ডে’।

রোববার (৮ মার্চ) দারাজ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ওয়ান্ডার ওমেন্স ডে’ ক্যাম্পেইনের কো-স্পন্সরদের মধ্যে ছিল সেফপ্যাড, এটি ‘আমার দারাজের’ একটি সামাজিক প্রকল্প যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের স্বল্প খরচে রিউজাবেল স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়।

ই-কমার্স ক্ষেত্রে নারী উদ্যোক্তা ক্ষমতায়নের লক্ষ্যে দারাজ বাংলাদেশ এ বছর শুরু করছে নন্দিনী প্রকল্পের দ্বিতীয় অধ্যায়। দারাজের নতুন এ আয়োজনে এক দিকে যেমন নারীরা অনলাইনের ছোঁয়ায় তাদের নিত্য কেনাকাটায় পাবেন আস্থা, সেই সঙ্গে উদ্যোক্তা হবার ক্ষেত্রে মিলবে সহজ এবং অনুকূল আয়োজন। নারীদের প্রতি নিবেদিত বিশেষ এ প্রকল্পে বছরব্যাপী অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ক্যাম্পেইন যেখানে থাকবে বিশাল ডিস্কাউন্ট, ফ্ল্যাশসেল, মেগাডিলস ও বাহারি  সব ভাউচার। বর্তমানে দারাজে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ২ হাজার ৬০০ জন নারী উদ্যোক্তা। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন পদে কর্মরত রয়েছেন নারী কর্মীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও পেমেন্টস হেড মঞ্জরী মল্লিক, হেড অব সি এস আর অ্যান্ড সাস্টেইনেবল ডেভলপমেন্ট তানজিলা রহমান, হেড অব কাস্টমার সার্ভিস ফারহানা রফিকুজ্জামান, হেড অব লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ারস ও হেড অব পাবলিক রিলেশন্সে ইসমাত জেরিন খান, মিডিয়া ও কমিউনিকেশনে রয়েছেন সায়ন্তনী ত্বিষা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।