ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পপ অব কালারের নারী দিবস পালন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
পপ অব কালারের নারী দিবস পালন পপ অব কালারের নারী দিবস পালন।

ঢাকা:  আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে পপ অব কালার।

সোমবার (৯ মার্চ) পপ অব কালার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে রাজধানী গুলশানের একটি হোটেলে পপ অব কালার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

পপ অব কালার গত ২৭ বছর ধরে নারীদের নিয়ে একটি রিনাউন্ড গ্রুপ পরিচালনা করে আসছে।  

অনুষ্ঠানে পপ অব কালারের ব্যবস্থাপনা পরিচালক টিংকার জান্নাত মিম বলেন, দেশের নারীদের আত্মনির্ভরশীলতা চর্চা করতে ও নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে পরিবারের পাশাপাশি দেশে এবং জাতির সেবায় আত্মনিয়োগে উদ্ধুদ্ধ করতে এ উৎসবের আয়োজন করা হয়।  

পপ অব কালার বিভিন্ন পেশায় সফল নারীদের অভিজ্ঞতার কথা অন্যান্যদের সঙ্গে শেয়ার করারও সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের ডিবির অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকি বলেন, নারীরা শুধু সৌন্দর্য উপস্থাপন করার জন্য নয়। নারীরা নিজেদের দুর্বল মনে না করে তাদের সক্ষমতা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারেন।  নারীদের পুরুষের সঙ্গে সহযোগী হয়ে কাজ করতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জাবিন, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সংগীতা খান, গ্লাক্সো স্মিথ ক্লীনের হেড অব কমিউনিকেশন রুমানা আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।