ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরের ৬ চীনা নাবিক সুস্থ, পণ্য খালাস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
মোংলা বন্দরের ৬ চীনা নাবিক সুস্থ, পণ্য খালাস শুরু

বাগেরহাট: মোংলা বন্দরে চায়না পতাকাবাহী জাহাজের কোয়ারেন্টিনে থাকা ৬ নাবিক সুস্থ আছেন। তাদের শরীরে করোনা উপসর্গ নেই। তাই মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পুনরায় ওই নাবিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা শেষে জাহাজের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে মোংলা পোর্ট স্বাস্থ্য বিভাগ।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) মোংলা বন্দরে আসে চায়না পতাকাবাহী কয়লাবোঝাই জাহাজ এমভি চ্যান-হ্যাং-জিং-হাই। নিয়ম অনুযায়ী জাহাজে থাকা নাবিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে পোর্ট স্বাস্থ্য বিভাগ।

পরীক্ষা শেষে ৬ নাবিকের শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদের জাহাজের অভ্যন্তরে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। মঙ্গলবার বিকেলে পুনরায় ওই ৬ নাবিকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। এসময় তাপমাত্রা নেমে যাওয়ায় তাদের সুস্থতার ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেলে জাহাজের কোয়ারেন্টিনে থাকা নাবিকদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। তাই জাহাজের সব কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বাংলানিউজকে বলেন, মোংলা বন্দরে কোনো জাহাজ এলেই নিয়ম অনুযায়ী নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমভি চ্যান-হ্যাং-জিং-হাই জাহাজের ক্ষেত্রেও তাই হয়েছে। ওই জাহাজের ৬ নাবিকের শরীরের তাপমাত্রা বেশি ছিল। স্বাস্থ্য বিভাগের পরামর্শে জাহাজের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার পুনরায় পরীক্ষায় তাদের তাপমাত্রা কমে যাওয়ায় জাহাজের কার্যক্রম স্বাভাবিক করতে বলা হয়েছে।

এর আগে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্যে আসা অপর একটি জাহাজের তিন ফিলিপাইন নাবিকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তিতে তাদের আইসোলেশনে রাখা হলে তারা ধীরে ধীরে সুস্থ হন।

** করোনা সন্দেহে মোংলায় বাণিজ্যিক জাহাজের কার্যক্রম বন্ধ

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।