ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাকরি ফিরে পেলেন ২৮০ শ্রমিক 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৩, ২০২০
চাকরি ফিরে পেলেন ২৮০ শ্রমিক 

সাভার (ঢাকা): আন্দোলনের মুখে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ২৮০ জন শ্রমিকের চাকরি ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (০৩ মে) সকালে আশুলিয়ার জাসগড়ায় অবস্থিত 'ভ্যাটিক্যান নিটওয়ার লিমিটেড' কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিলে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়।

শ্রমিকরা জানান, গত ২০ এপ্রিল শ্রমিকদের মৌখিকভাবে ছাঁটাইয়ের কথা বলে ভ্যাটিক্যান কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এরপর ২২ এপ্রিল বিষয়টি সমাধানের জন্য শিল্প পুলিশের কাছে অবেদন করা হয়। আবেদনে কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা ৩০ এপ্রিল আন্দোলনে নামে। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের চাকরি পুনর্বহালের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। এরপরেও কোনো সমাধান না পেয়ে রোববার করখানার সামনে এসে অবস্থান নিলে কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগদান করান।  

কারখানাটির শ্রমিক নিকা আক্তার বাংলানিউজকে বলেন, গত কয়দিন আন্দোলনের পর কারখানার মালিক তাদের আবার কারখানায় ফেরত নেন। রোববার সকাল থেকে কারখানার ভেতরে অবস্থান করছি। যেহতু কারখানা কর্তৃপক্ষ একটি সমাধানে এসেছে আবার কারখানা চলবে।

এবিষয়ে কারখানার প্রোডাকশন ম্যানেজার ফয়েজ বাংলানিউজকে বলেন, সকাল থেকে কারখানা চালু করার সিন্ধান্ত নেই। শ্রমিকরা সবাই এখন কারখানার ভেতরে যার যার কর্মস্থলে রয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এতোগুলো শ্রমিকের চাকরি চলে গেলে তারা কোথায় যাবে, কী করবে। তাই আমরা শ্রমিকদের নিয়ে প্রথমে শিল্প পুলিশে আবেদন করি। এরপর কারখানার মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করি।

এদিকে, ধামরাইয়ের জোমার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বেতন না পেয়ে কালামপুর-ভালুম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।