ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেট বন্ধ রাখার পক্ষে সিলেটের ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ৭, ২০২০
মার্কেট বন্ধ রাখার পক্ষে সিলেটের ব্যবসায়ীরা

সিলেট: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার সীমিত আকারে মার্কেট-বিপণীবিতান খোলা রাখার নির্দেশনা দিলেও বন্ধ রাখার পক্ষে সিলেটের ব্যবসায়ীরা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের বেশিরভাগ ব্যবসায়ীরা মার্কেট না খোলার পক্ষে মত দিয়েছেন।

পুরোপুরিভাবে মার্কেট ও দোকান বন্ধ রাখার বিষয়ে শুক্রবার (০৮ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশন নগর ভবনে সভা আহ্বান করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেটের আল হামরা মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি মো. শামসুল আলম বলেন, মার্কেটে ৩২০টি দোকান রয়েছে। এখানের অনেক ব্যবসায়ী সিলেটের বাইরের। তারাও ফোন করেছে আসবে কি-না। তাদের কে আক্রান্ত হয়ে আসবে, তাতো বলা যায় না। তাছাড়া মার্কেটটি এসি মার্কেট। যে কারণে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থেকেই যায়। এ কারণে আমরা মার্কেট বন্ধ রাখবো। এছাড়া ঢাকার বসুন্ধরা সিটিসহ বড় বড় মার্কেটগুলো যেখানে বন্ধ থাকবে, সেখানে সিলেটেও আমরা বন্ধের পক্ষে।

সিলেটের মার্কেট ও দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ঈদের আগে মার্কেট খোলা রাখার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে দিনে ৫/৬ ঘণ্টা মার্কেট খোলা রাখার নির্দেশনা আসে। তবে বর্তমান পরিস্থিতিতে সমিতির ২৫ ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রাখার পক্ষে। পরিস্থিতি বিবেচনায় আমরাও চাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকুক।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া বলেন, সরকার যদি সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে পারে, তবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে।

এদিকে, নয়াসড়ক মার্কেট কমিটির সভাপতি সেলিম আহমদ মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, তার ব্যবসা প্রতিষ্ঠান মাহা ফ্যাশন হাউজসহ নয়াসড়কের সব ব্যবসা প্রতিষ্ঠান ঈদে বন্ধ থাকবে।

এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বাংলানিউজকে বলেন, সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও বর্তমান করোনা পরিস্থিতি খারাপ হওয়াতে ব্যবসায়ীরাও চাচ্ছেন না মার্কেট, বিপণীবিতান খোলা রাখা হোক। এ নিয়ে শুক্রবার বিকেলে সিসিক মেয়র মিটিং আহ্বান করেছেন। সেখান থেকে সার্বিক একটা সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে বৃহস্পতিবার (০৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঈদে সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব ওই সভার বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও সেলুন ও বিউটি  পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ০৭, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।