ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দু’মাসে ৪০,৮৪০ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে এনবিআর'র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মে ১০, ২০২০
দু’মাসে ৪০,৮৪০ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে এনবিআর'র এনবিআর

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরের ভ্যাটের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে মে ও জুন মাসে রাজস্ব আহরণ করতে হবে ৪০ হাজার ৮৪০ দশমিক ২৪ কোটি টাকা। রোববার (১০ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক চিঠি থেকে এতথ্য জানা গেছে।

এনবিআর'র সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে আর মাত্র এক মাস ১৯ দিন অবশিষ্ট রয়েছে। ২০১৯-২০ অর্থবছরের ভ্যাটের সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৮ হাজার ৬০০ কোটি টাকা।

এপ্রিল ২০২০ পর্যন্ত আমাদের আহরিত রাজস্বের পরিমাণ ৬৭ হাজার ৭৫৯ দশমিক ৭৬ কোটি টাকা।  

গত অর্থবছরের সমান ৮৭ হাজার ১৭৫ দশমিক ৭৭ কোটি রাজস্ব আহরণ করতে হলে চলতি বছরের বাকি দুই মাসে ১৯ হাজার ৪১৬ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে। পক্ষান্তরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে মে ও জুন মাসে আহরণ করতে হবে ৪০ হাজার ৮৪০ দশমিক ২৪ কোটি টাকা।  

সাম্প্রতিক পরিস্থিতি আমরা সবাই অবগত আছি। এই পরিস্থিতি এমনই থাকতে পারে আবার উন্নতিও হতে পারে। পরিস্থিতি যাই হোক আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে বেশি রাজস্ব প্রদান করে এমন আইটেমের (সিগারেট, মোবাইল, ব্যাংক, বিকাশ, ইন্টারনেট ও মেডিসিন ইত্যাদি) ওপর নির্ভর করতে হবে। অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। এছাড়া উৎসে কর্তিত ভ্যাট আহরণ ও বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ মনোযোগী হতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘন্টা, মে ১০, ২০২০
এসএমএকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।