ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ১৩, ২০২০
অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে আকাশপথ। অনেকেই বিমানের টিকিট কেটে ভ্রমণ করতে পারেননি। এ অবস্থায় অব্যবহৃত টিকিটের বিষয়ে ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর যারা ভ্রমণ করতে চান না তাদের টিকিট ফেরত নেওয়া হবে।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

করোনার কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান।  

তবে বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।