ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রান্তিক কৃষকের পণ্য পরিবহনে ২৫ শতাংশ ছাড় রেলের  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
প্রান্তিক কৃষকের পণ্য পরিবহনে ২৫ শতাংশ ছাড় রেলের  

ঢাকা: রেলওেয়ের পার্সেল স্পেশাল ট্রেনে প্রান্তিক কৃষকের উৎপাদিত শাকসবজি, ফলমূল, দুধ ও ডিমসহ বিভিন্ন পণ্য পরিবহনে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে সব ধরনের সার্ভিস চার্জও। 

সোমবার (১৮ মে) বাংলাদেশ রেলওয়ের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ২৫ শতাংশ ভাড়া ছাড় দিয়ে বিদ্যমান ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়েছে, তা খুব শিগগিরই কার্যকর হবে।

এতে কৃষিপণ্য বাজারমুখী করার পথও প্রশস্ত হলো।  

বাংলাদেশ রেলওয়ের মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল করছে।

করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৮, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।