ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ ছাড় ও বিল দাখিলের সময় আরো সাতদিন বাড়লো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ১৩, ২০২০
অর্থ ছাড় ও বিল দাখিলের সময় আরো সাতদিন বাড়লো

ঢাকা: চলতি ২০১৯-২০ অর্থবছরের অর্থ ছাড় (অবমুক্তি) ও বিল দাখিলের সময়সীমা আরো সাতদিন বাড়িয়েছে সরকার। ফলে আগামী ২১ জুন পর্যন্ত সব মন্ত্রণালয় ও বিভাগগুলো অর্থ ছাড় বা বিল দাখিল করতে পারবে। তবে সব প্রকার বেতন-ভাতা সংক্রান্ত বিল পূর্ব নির্ধারিত বা পুনঃনির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি ও বিল দাখিলের সময়সীমা বাড়িয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড়ের সময়সীমা বাড়িয়ে আগামী ২১ জুন করা হয়েছে।

আগের পরিপত্র অনুযায়ী এ সময়সীমা ছিল ১০ জুন পর্যন্ত। এছাড়া পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা বাড়িয়ে ২১ জুন করা হয়। আগের পরিপত্র অনুযায়ী এ সময়সীমা ছিল ১৪ জুন পর্যন্ত।

পরিপত্রে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিল করতে হবে ২৩ জুনের মধ্যে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে আগামী ২৫ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ১৩, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।