ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইএফডি মেশিনের উদ্বোধন মঙ্গলবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ইএফডি মেশিনের উদ্বোধন মঙ্গলবার 

ঢাকা: ভ্যাট আইন বাস্তবায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের উদ্বোধন করা হবে।  

সোমবার (২৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ইএফডি মেশিনের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

ইএফডি হচ্ছে একটি কম্পিউটারাইজড যন্ত্র। ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য বেচাকেনায় দক্ষ ব্যবস্থাপনায় এটি ব্যবহার করা হয়। রাজস্ব বিভাগ এটির মাধ্যমে ব্যবসায়িক লেনদেন বা কেনাবেচায় সরাসরি নজর রাখতে পারে। ফলে ভ্যাট ফাঁকি অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।