ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিড়িতে শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
বিড়িতে শুল্ক প্রত্যাহারসহ ৫ দফা দাবি  বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

ঢাকা: বিড়ি শিল্পরক্ষা, শ্রমিকদের নিয়মিত কাজ ও ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর ধার্যকৃত অতিরিক্ত চার টাকা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সামাদ হলে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালী বলেন, সরকার প্রতি বছর বিড়ির ওপর অযৌক্তিক করারোপ করে এই শিল্পকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গেছে। করের বোঝা সহ্য করতে না পেরে ইতোমধ্যে শত শত বিড়ি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। বিড়ি শিল্প আজ নিদারুণ সমস্যার সম্মুখীন।

চলতি অর্থবছরে (২০২০-২১) বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৪ টাকা বৃদ্ধি করা হয়, যাকে বিড়ি শ্রমিক ফেডারেশন সভাপতি বিড়ি শিল্পকে সমূলে ধ্বংস করার আরেকটি কৌশল বলে উল্লেখ করেন।

তিনি বলেন, যেখানে বিড়ির প্যাকেট প্রতি ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে মাত্র ২ টাকা। অপরদিকে মধ্যস্তরের সিগারেটে কোন ট্যাক্স বৃদ্ধি করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহার, সপ্তাহে ছয়দিন কাজের নিশ্চয়তা, ভারতের মতো বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণার করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।