ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলুর দাম ৫ টাকা বাড়িয়ে দিল সরকার!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আলুর দাম ৫ টাকা বাড়িয়ে দিল সরকার!

বাজারে অস্থিরতার মধ্যেই প্রতি কেজি আলুর দাম আরও ৫ টাকা বাড়িয়ে দিল সরকার। বলা হচ্ছে, বাজার নিয়ন্ত্রণের জন্যই এ দাম বাড়ানো হলো।

খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে।

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় কয়েকদিন আগে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করেছিল সরকার। স্বাভাবিক অবস্থার তুলনায় এ দাম কয়েক টাকা বেশি ছিল। কারণ দু মাস আগেও দেশের বিভিন্ন স্থানে খুচরা বাজারে আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি।

৩০ টাকা কেজি দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকর করতে পারেনি সরকার। এ অবস্থায় আরও ৫ টাকা বাড়ানো হলো।  

মঙ্গলবার বিকেলে সবার সিদ্ধান্ত মতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।  

তিনি বলেন, বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়।

বৈঠকে প্রথমে কেজি প্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়।

পরে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং কোল্ডস্টোরেজে ২৭ টাকা দাম প্রস্তাব করা হলে তা গৃহীত হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।