ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনার গহনা আমদানি করা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
সোনার গহনা আমদানি করা যাবে ফাইল ছবি

ঢাকা: এখন থেকে সোনার গহনা আমদানি করা যাবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলাররা সোনার পাশাপাশি গহনাও আমদানি করতে পারবেন।

বুধবার (২১ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল ডিলারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের স্বর্ণ নীতিমালা অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, সোনার পাশাপাশি বিদেশ থেকে সোনার গহনাও আমদানি করা যাবে। সোনার মতো সোনার গহনাও কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন।

চোরাচালান রোধে বৈধপথে স্বর্ণ আমদানির উদ্যোগ নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্বর্ণ আমদানি করার জন্য বেশ কয়েকটি জুয়েলারিকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ। আমদানির অনুমোদনের ধারাবাহিকা নতুন করে গহনাও যুক্ত করে প্রজ্ঞাপন জারি করলো বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।