ঢাকা: দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ডিপ্লোম্যাটিক চিন্তা দিয়েই অর্থনীতিকে ভাবতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (৩০ ডিসেম্বর) ‘রেস অব জিওইকোনমিকস অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), র্যাপিড ও এফইএস যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের হাইকমিশনগুলোর আগামী দিনে মূল কাজ হবে ব্যবসা—এই ভঙ্গি নিয়েই তাদের কাজ করতে হবে। ডিপ্লোম্যাটিক চিন্তা দিয়ে অর্থনীতিকে ভাবতে হবে।
তিনি বলেন, এমন একটা সময়ে আলোচনা করছি যখন বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও করোনার আগেই বিশ্ব অর্থনীতির সূচক নেতিবাচক ছিল কিন্তু করোনার মধ্যে এটি আরও ত্বরান্বিত হয়েছে। বহুজাতিক সংস্থাগুলোও বলছে সমস্যা সামনে আরো আসবে। তবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
বাণিজ্যসচিব ড. জাফর উদ্দিন বলেন, কোভিডের মধ্যেও আমরা আরএমজি সেক্টরে ভালো করেছি। সেই সঙ্গে আরো চারটি সেক্টর নিয়ে কাজ করছি।
অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফের সেক্রেটারি রাশেদুল ইসলাম।
ইআরএফ প্রেসিডেন্ট শারমীন রিনভীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রসচিব ড. মো. হুমায়ুন কবির, র্যাপিডের নির্বাহী পরিচালক ড. মো. আবু ইউসুফ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসএমএকে/এমজেএফ