ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিশোধিত পাম অয়েলে ৪ শতাংশ আগাম কর প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
পরিশোধিত পাম অয়েলে ৪ শতাংশ আগাম কর প্রত্যাহার

ঢাকা: পরিশোধিত পাম অয়েলের ওপর ৪ শতাংশ আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআর’র চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জারিকৃত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ৩০ জুন ২০১৯ সালে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসক এর সংশোধন করিল প্রজ্ঞাপন অনুসারে কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত পরিশোধিত অন্যান্য পাম তেলের ওপর ৪ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হইলো।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসএমএকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।