ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা সংকট কাটিয়ে গড়া হবে সবুজ ভবিষ্যত: এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ৩, ২০২১
করোনা সংকট কাটিয়ে গড়া হবে সবুজ ভবিষ্যত: এডিবি

ঢাকা: করোনার সংকটে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ।

সারা বিশ্বের অর্থনীতি স্থবির করে দিয়েছে মহামারি করোনার সংক্রমণ। একইসঙ্গে বিশ্বে বেড়েই চলেছে নতুন বেকারত্ব ও দারিদ্র্যের হার। করোনা থেকে মুক্তির পথ ও অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

শুরুতে বক্তব্য রাখেন এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

তিনি বলেন, করোনা সংকটে মোকাবিলা করে একটি সবুজ ও স্থিতিশীল ভবিষ্যত গড়া হবে।

সোমবার (৩ মে) থেকে ৫ মে এডিবির ৫৪তম বার্ষিক সভা ভার্চ্যুয়ালি সভা চলবে। এডিবির বার্ষিক সভায় ম্যানিলা থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এডিবি প্রেসিডেন্ট বলেন, করোনা সংকটে মোকাবিলা করে একটি সবুজ ও স্থিতিশীল ভবিষ্যত গড়া হবে। এই জন্য এডিবি সদস্য এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আরও উন্নততর এজেন্ডা বাস্তবায়ন করা হবে।

কিভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধার করা যায় তার পথ বের করা হচ্ছে বলে জানান এডিবি প্রেসিডেন্ট।  

মঙ্গলবার (৪ মে) এডিবির বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবারও ৫৪তম বার্ষিক সভাও সীমিত পরিসরে ভার্চ্যুয়াল উপায়ে একটি সভা হচ্ছে। মহামারি থেকে এশীয় অঞ্চলকে মুক্তির উপায় ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবারের সভায় মনোনিবেশ করা হচ্ছে।

এডিবি সূত্র জানায়, বিশ্ব সম্প্রদায় দুটি চ্যালেঞ্জের মুখোমুখি। এই সেমিনারের উদ্দেশ্য এই অঞ্চলে কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায়। কিভাবে একটি সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতি পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করা যায়। দীর্ঘমেয়াদি জাতীয় জলবায়ু পরিকল্পনা গ্রহণ করে এবং দেশগুলোর কাছ থেকে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে এই সেমিনারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি, জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সভাপতি অলোক শর্মা, এডিবি প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এই সেমিনারে বক্তব্য রাখবেন।

সভায় করোনায় বিভিন্ন দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরেরা ওয়েবিনারের মাধ্যমে সভায় সংযুক্ত হবেন। এতে বেসরকারি খাতের প্রতিনিধিরাও অংশ নেবেন। একই দিনে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলাইনিতি ইন্দ্রোওয়াতি বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০৩, ২০২১
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।