ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইএফডি পুরস্কার পেতে সংগ্রহ করতে হবে চালান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ৫, ২০২১
ইএফডি পুরস্কার পেতে সংগ্রহ করতে হবে চালান

ঢাকা: ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট দেওয়ায় উৎসাহিত করতে পুরস্কারের চতুর্থ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে এই পুরস্কার পেতে ক্রেতাকে মূল চালান দিতে হবে।

চালান সংগ্রহে না থাকলে ক্রেতা তার পুরস্কার থেকে বঞ্চিত হবেন।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ক্রেতা যাতে এই মেশিন ব্যবহার করে ভ্যাট দিতে উৎসাহিত হন, সে জন্য লটারির মাধ্যমে পুরস্কারের সিদ্ধান্ত নেয় সরকার। এই নিয়ে ধারাবাহিকভাবে চতুর্থ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভ্যাটের লটারির ড্র অনুষ্ঠিত হয়।

প্রতি মাসে ইএফডি মেশিন থেকে সংগৃহীত চালান বা রসিদের ওপর ভিত্তি করে লটারি করে ভ্যাটদাতাদের পুরস্কৃত করা হচ্ছে।

এনবিআর জানিয়েছে, প্রথম দফায় নতুন বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভ্যাটের চালান সংগ্রহ করে লটারি করা হয়। প্রাথমিকভাবে ১০১ জন ভ্যাটদাতাকে পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার পেতে হলে ক্রেতা বা ভোক্তাকে অবশ্যই ভ্যাটের চালান অর্থাৎ লাকি কুপন সংরক্ষণ করতে হবে।

এই পদ্ধতির আওতায় বিক্রেতা বা প্রতিষ্ঠান প্রতিদিন যে পরিমাণ বেচা-কেনা করবে, তার সঠিক তথ্য জানতে পারবেন এনবিআর কর্মকর্তারা।

এ জন্য সেগুনবাগিচার রাজস্ব ভবনে একটি শক্তিশালী সফটওয়্যার স্থাপন করেছে এনবিআর। এতে করে কেন্দ্রীয়ভাবে নিয়মিত তদারকির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এনবিআরের সূত্রে আরও জানা গেছে, চালান হতে হবে ইএফডি মেশিন থেকে স্বয়ংক্রিয়ভাবে আসা রসিদ। লটারি জিততে হলে কোনো পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ইলেকট্রনিক ফিসক্যাল মেশিনের রসিদ সংগ্রহ করতে হবে। কারণ রসিদ নম্বরের ওপর ভিত্তি করে প্রতি মাসে লটারি হচ্ছে।

এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী একজন পাবেন ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারও পাবেন একজন। এটির মূল্যমান ৫০ হাজার টাকা। তৃতীয় পুরস্কারে পাঁচজন বিজয়ীর মধ্যে প্রত্যেকে ২৫ হাজার টাকা করে পাবেন।

সব মিলিয়ে প্রতি মাসে ১০১ জন ভ্যাটদাতা লটারিতে বিজয়ী হবেন। বিজয়ী বাকি ৯৪ জনকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

লটারি ড্র-এর ফলাফল এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd ও পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করবে সংস্থাটি।

লটারি বিজয়ী যে কোন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য এনবিআরের নির্ধারিত ফরমে নির্ধারিত মাসের মধ্যে আবেদন করতে পারবেন। পুরস্কারের জন্য আবেদনপত্রের সাথে মূল চালানপত্র সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে না। তবে পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩-৬৩৬৫৫৪ নম্বরে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছে এনবিআর।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ০৫, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।