ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার

ঢাকা: মরক্কো থেকে ৭০ হাজার টন টিএসপি ও ডিএপি সার কিনবে সরকার। এজন্য দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫৬ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা।

বুধবার (৩০ মার্চ) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৯ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ১টি উপস্থাপন-সহ) ৬টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির উত্থাপিত ৬ প্রস্তাবের মধ্যে ৫টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৬ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৭৮২ টাকা।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক ওসিপি এস এ মরক্কো থেকে ৪র্থ লটে ৩০ হাজার টন টিএসপি সার ২৫৭ কোটি ১১ লাখ ৭৪ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া অপর এক প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক ওসিপি এস এ মরক্কো থেকে ৪র্থ লটে ৪০ হাজার টন ডিএপি সার ৩৯৮ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য দুটি প্রস্তাব উত্থাপন করা হলে একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাবটি হলো, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২৭টি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপনের জন্য ২৭টি আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাবসহ আরটি-পিসিআর মেশিন সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) জাতিসংঘ প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস) এর কাছ থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।