ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার সময় বিশৃঙ্খল কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
পরীক্ষার সময় বিশৃঙ্খল কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা : এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন কোনোরকম বিশৃঙ্খল কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘সরকার বা বিরোধী দল কোনো সংগঠনই এমন কিছু কর্মসূচি দেবে না, যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটে এবং তাদের ভবিষৎ ক্ষতিগ্রস্ত হয়। ’

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রশ্ন গুণগতমানের হয়েছে বলে শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে। ’

তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষার জন্য বর্তমান সরকার পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। এখন ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক দুই মাসের মধ্যেই প্রকাশ করা হচ্ছে পরীক্ষার ফল। ’

এদিকে, যেসব শিক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র পায়নি তারা ভুয়া শিক্ষার্থী বলে জানান মন্ত্রী।

যেসব কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে এসব শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়াতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহিমা খাতুন ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আয়শা বেগম।

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
এমএন
সম্পাদনা: ওবায়দুল্রাহ সনি, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।