ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একযুগ পর খুবিতে চার বিভাগীয় প্রধান পদে সরাসরি নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
একযুগ পর খুবিতে চার বিভাগীয় প্রধান পদে সরাসরি নিয়োগ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দীর্ঘ প্রায় একযুগ পর পরিচালক ও সমমানের চার বিভাগীয় প্রধানের পদে সরাসরি নিয়োগ পেয়েছেন  চারজন। বুধবার ( ২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেডে নিয়োগপ্রাপ্ত এই চার কর্মকর্তা হলেন- প্রধান প্রকৌশলী পদে ইঞ্জি. মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে এস এম আতিয়ার রহমান, চিফ মেডিকেল অফিসার পদে ডা. কানিজ ফাহমিদা এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে শেখ মুজিবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভার কার্যবিবরণী অনুমোদন লাভের পর তাদের নিয়োগাদেশ ইস্যু করা হবে এবং আশা করা যায় আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের নিয়োগ সম্পন্ন সম্ভব হবে।

এর আগে ২০১১ সালে গ্রন্থাগারিক পদে সর্বশেষ নিয়োগের পর খুবিতে আর কোনো বিভাগীয় প্রধানের পদে সরাসরি নিয়োগ হয়নি। এতদিন ধরে বিভাগীয় প্রধানের এই পদগুলোতে ভারপ্রাপ্ত অথবা চলতি দায়িত্ব হিসেবে কয়েক দফায় কয়েকজন শিক্ষক/কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের এবং চিফ মেডিকেল অফিসার পদে এবারই প্রথম নিয়োগ দেওয়া হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো নারী কর্মকর্তা এবারই প্রথম পূর্ণাঙ্গ বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেলেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের শীর্ষ পদগুলোর মধ্যে চারটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্যম, নতুন আশা ও আস্থার সঞ্চার হয়েছে। নিয়োগপ্রাপ্ত চারজন প্রাথমিক প্রতিক্রিয়ায় এই নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সিন্ডিকেটের সব সদস্য এবং নিয়োগ বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জি. এস এম মরিুজ্জামান এবং সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল এই নিয়োগ দেওয়ায় উপাচার্য এবং সিন্ডিকেটের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, বর্তমান প্রশাসনের এই পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ হতাশার অবসান হবে এবং নতুন কর্মপ্রেরণা ও আশার সঞ্চার হবে। যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করবে। এরই ধারাবাহিকতায় অন্যান্য বিভাগীয় পদগুলোও অদূর ভবিষ্যতে পূরণ হবে। সেই সঙ্গে তারা নিয়োগপ্রাপ্ত চার বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, নিতুন নিয়োগপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক ১৯৯২ সালে, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান এবং চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা ১৯৯৬ সালে, এছাড়া অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা,  ডিসেম্বর ২৮, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।