শাবিপ্রবি (সিলেট): শীতকালীন ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
বাংলানিউজকে তিনি বলেন, শীতকালীন ছুটি শেষে আগামীকাল (৩ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।
এর আগে গত রোববার (১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।
তার আগে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
এমজে