ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে কোটা চালু: যা বললেন ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অংকিতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ঢাবিতে কোটা চালু: যা বললেন ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অংকিতা ঢাবির ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অংকিতা ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে নতুন কোটা চালু করাকে ইতিবাচকভাবে দেখছেন ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যাকালীন কোর্সে ভর্তির সুযাগ পেয়েছেন ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অংকিতা ইসলাম।  

কোটা চালুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, এটা আসলে অনেক ভালো হয়েছে। আমাদের সংবিধানেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কোটা সুবিধা দেওয়ার কথা বলা আছে। আমরা বাংলাদেশের পিছিয়েপড়া জনগোষ্ঠী। সমাজে সাম্যতা আনতে আমাদের অবশ্যই কোটার দরকার আছে। কারণ আমরা অন্যদের মতো সুবিধা পেয়ে অগ্রসর হতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোটা যুক্ত করার উদ্যোগ নেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটি আসলে নব দিগন্তের সূচনা।

>>> ঢাবি ভর্তি পরীক্ষায় আবারও বড় পরিবর্তন 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসকেবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।