ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির ১১তম মেধা তালিকার ভর্তি ১২ ফেব্রুয়ারি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ইবির ১১তম মেধা তালিকার ভর্তি ১২ ফেব্রুয়ারি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১১তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় নতুন বিষয়প্রাপ্তদের ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে হবে।

 

এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে, ৮-৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১১তম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৮ হাজার ৪০৯, ‘বি’ ইউনিটে ৩ হাজার ৩৪ ও ‘সি’ ২ হাজার ১০৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।

এদিকে দশম মেধাতালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি শেষে ২ হাজার ২০টি আসনের মধ্যে ৪৮১ আসন খালি ছিল। এসব আসন পূরণের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।