ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৭ দিনের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে: জাবি উপাচার্য

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
৭ দিনের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে: জাবি উপাচার্য

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম আগামী ৭ দিনের মধ্যে হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।  

রোববার (৫ ফেব্রুয়ারি) বৈধ ও নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

 

উপাচার্য বলেন, আগামী ৭ দিনের মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামীকাল সব হলের প্রভোস্ট নিয়ে মিটিংয়ের মাধ্যমে একটি কমিটি করে এ বিষয়ে সব নির্দেশনা দেওয়া হবে।  

এর আগে, সব শিক্ষার্থীর জন্য বৈধ ও নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে সকাল ৯টা থেকে তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিশ্বাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।  

তাদের তিন দফা হলো- গণরুম-মিনি গণরুম উচ্ছেদ করে সব বৈধ ও নিয়মিত শিক্ষার্থীর সিট-পড়ার টেবিল-চেয়ার নিশ্চিত করতে হবে, অবিলম্বে সবগুলো নতুন হল খুলে দিয়ে কৃত্রিম আবাসন সংকটের অবসান করতে হবে, হলে হলে আসন বণ্টন ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব প্রসাশনকে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।