ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি থেকে পিএইচডি ২২ ও এমফিল পেলেন ২৮ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ১৯, ২০১২
ঢাবি থেকে পিএইচডি ২২ ও এমফিল পেলেন ২৮ জন

ঢাকা: একাডেমিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সম্প্রতি ২২ জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং ২৮ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করেছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সংযোগ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিগ্রিপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।



পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হচ্ছেন : কলা অনুষদের অন্তর্গত বাংলা বিভাগের অধীনে নূরুন্নাহার ফয়জের নেছা, মোহাম্মদ মহিউদ্দিন ইসলাহী, আরবী বিভাগের অধীনে আবু নোমান মো. আবদুর রহিম, সংস্কৃত বিভাগের অধীনে অসিত কুমার বসু, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. রশিদ আহমেদ হোসাইনী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে মোহাম্মদ বাহাউদ্দিন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে কাজী মোস্তাক গাউসুল হক।

সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত লোক প্রশাসন বিভাগের অধীনে কবীর উদ্দীন আহমেদ, খোন্দকার মো. আবদুল হাই, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মো. খালেদ, মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে মোহাম্মদ নাজমুল হুদা।

জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে সরদার নাসির উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ইরম জাহান, আফসানা বেগম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মো. সোহরাব আলম, মনোবিজ্ঞান বিভাগের অধীনে মনোয়ারা পারভীন।

ফার্মেসি অনুষদের অন্তর্গত ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে জেবুন নাহার।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে দিলশাদ মাহজাবীন।
আইন অনুষদের অন্তর্গত আইন বিভাগের অধীনে মো. আবদুর রব হাওলাদার।

বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে মো. মোশাররফ হোসেন এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অধীনে আলেয়া ফেরদৌসী।

এমফিল ডিগ্রি প্রাপ্তরা হচ্ছেন: কলা অনুষদের অন্তর্গত আরবী বিভাগের অধীনে মো. সাইফুল্লাহ মানসুর, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. বাকী বিল্লাহ, দর্শন বিভাগের অধীনে এবিএম মুস্তাফিজুর রহমান, রেবেকা সুলতানা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মো. মুখলেছুর রহমান।

সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মো. মনিরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. আনিসুর রহমান, মো. সাদেকুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধীনে মো. রশিদুল ইসলাম শেখ, নৃবিজ্ঞান বিভাগের অধীনে সামসাদ ফেরদৌসী, মোসা. কামরুন্নাহার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধীনে একেএম মাকসুদুল হক, সাবিনা ইয়াসমিন।

জীব বিজ্ঞান অনুষদের অন্তর্গত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে সনজিদা বিনতে জোহা, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে জান্নাত মহল, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে ফারহানা জামাল, আহমাদ ফেরদৌস, মনোবিজ্ঞান বিভাগের অধীনে ফাতেমা, ফারজানা আহমেদ, মাহবুবা বেগম ছন্দা, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধীনে মোছা. সেলিনা পারভীন।

ফার্মেসি অনুষদের অন্তর্গত ওষুধ প্রযুক্তি বিভাগের অধীনে সঞ্চিতা শারমীন চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত মার্কেটিং বিভাগের অধীনে সৈয়দ এজাজ আহসান, মোহাম্মদ আলমগীর মজুমদার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো. আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৯, ২০১২
মাহমুদুল হাসান/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।