ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাপশিস ও বাপশিপ’র সকল কর্মসূচি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ২৯, ২০১২

ঢাকা: বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ)-এর মধ্যে আলোচনার পর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম গোলাম ফারুকের সঙ্গে উভয় সংগঠনের নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



মন্ত্রণালয়ের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইকবাল খান চৌধুরী, অতিরিক্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা) মোহাম্মদ আতোয়ার রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, কারিগরি অধিদপ্তরের পরিচালক (ভোক) ড. খান রিজাউল করিম, কারিগরি অধিদপ্তরের পরিচালক আ. ন. ম সালাহউদ্দিন খান, কারিগরি অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় উপস্থিত ছিলেন, বাপশিস-এর সভাপতি মো. ইদ্রিস আলী, বাপশিপ-এর সভাপতি মো. আবদুল মান্নান, বাপশিস-এর সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, বাপশিপ-এর সাধারণ সম্পাদক তরুন কুমার নাথসহ দুই সংগঠনের ৫ জন করে নেতা।

উল্লেখ্য, এ দুই সংগঠন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার চলমান সমস্যা উত্তরণে গত ৮ জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছে। এছাড়া আগামী ২-৭ জুন পর্যন্ত পূর্ণ কর্মবিরতি এবং আগামী ২৪ জুন থেকে অবিরাম কর্মবিরতি ঘোষণা করেছিল।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, মে ২৯, ২০১২
এসএমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।