ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনার আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মাহমুদ আলম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
খুলনার আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মাহমুদ আলম

খুলনা: খুলনা খানবাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রফেসর ড. মো. মাহমুদ আলমকে ৪ বছর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

 

প্রফেসর ড. মো. মাহমুদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ।

তাকে উপাচার্য নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ