ঢাকা: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আমাদের চেষ্টা থাকবে একেবারে সঠিক সময়ে পরীক্ষা নেবার। গত ৩-৪ বছর তো আমরা এমন এক অবস্থার মধ্যে ছিলাম, সমস্ত চেষ্টা থাকা সত্ত্বেও সমর্থ হতে পারেনি। একটা বৈশ্বিক মহামারির কারণে আমরা তারপরও প্রস্তুতি নিয়েছিলাম। গতবছর হঠাৎ বন্যার কারণে সেটি বাধাগ্রস্ত হয়েছে। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্যা যে জায়গায় হবে সে জায়গায় পরীক্ষা বন্ধ রেখে বাকি জায়গায় আমরা পরীক্ষা নিয়ে নেব।
পাসের হার কমে যাওয়া নিয়ে তিনি বলেন, গতবছর যারা পরীক্ষা দিয়েছে তারা অল্প বিষয়ে পরীক্ষা দিয়েছে। অল্প নম্বরে পরীক্ষা দিয়েছে, সংক্ষিপ্ত সময়ে পরীক্ষা দিয়েছে। কাজেই স্বাভাবিকভাবে সে সময় পরীক্ষার হারটা পাশের হারটা বেশি ছিল।
একাদশ শ্রেণীতে ভর্তির ফি নিয়ে চূড়ান্ত নীতিমালা প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএএইচ