ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির কিলো রোডের সংস্কার কাজ শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
শাবিপ্রবির কিলো রোডের সংস্কার কাজ শুরু

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক কিলোরোডের মেরামত কাজ শুরু হয়েছে।

রোববার (৩ আগস্ট) এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে কিলোরোডের যে অবস্থা তা যদি ঠিক হয়ে যায় তখন যাতায়াতে কোনো সমস্যায় হবে না। কিলোরোডের কাজ শেষ হলে পর্যায়ক্রমে অন্যান্য রাস্তার সংস্কার কাজও শুরু করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর প্রধানরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।